• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফের মানববন্ধন-অবস্থান কর্মসূচি করবে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ১৪:০০

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে সারা দেশে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, আগামী মঙ্গলবার সকাল ১১টায় থেকে দুপুর ১২ পর্যন্ত সারা দেশে মানববন্ধন এবং আগামী বৃহস্পতিবার (৮মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। তবে কোথায় এই কর্মসূচি পালন করা হবে তা পরে জানিয়ে দেয়া হবে।

রিজভী আরও বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামী লীগের এককভাবে ভোট করে ক্ষমতা দখলের স্বপ্ন এ দেশের মানুষ কখনো পূরণ হতে দেবে না। জনগণ তাদের নেত্রীকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করবে।

এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা রফিকুল কবির, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলামসহ অনেকে।
আরও পড়ুন:

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh