• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৮, ১৩:১০

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত লিফলেট বিতরণ করেন দলটির নেতারা।

এসময় বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করা হচ্ছে। শঙ্কার মধ্যে আমরা আছি। আপনারা দেখেছেন আমাদের নেতাকর্মীদের কিভাবে ধরে নিয়ে গেছে। আতঙ্কের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারের পতন ঘটাবো। তারা গায়ের জোরে বিচারিক প্রশাসনকে কব্জা করে বিরোধী দলের নিশ্চিহ্ন করার প্রক্রিয়া যদি চালায়, জনতা নিয়ে রুখে দাঁড়াবে বিএনপি।

এর আগে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পথচারী ও রিকশা চালকের হাতে লিফলেট তুলে দেন বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগ সরকার তলে তলে দেশবিরোধী কাজ করছে’
‘চালের দাম কমানোর কথা বলে আরও বাড়িয়েছে সরকার’
ঈদের দিনও নেতাকর্মীদের ঘরে কান্নার রোল : রিজভী
নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন পরিবেশে : রিজভী
X
Fresh