• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘আমি কোনো ফেসবুক আইডি খুলিনি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১২

‘আমি কোনো ফেসবুক আইডি খুলিনি। আমার নামে কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারণায় লিপ্ত রয়েছে।’

বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন থেকে লক্ষ করছি, আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার নামে আমি কোনো ফেসবুক আইডি খুলিনি। সুতারাং ফেসবুকে আমার নামে কেউ অ্যাকাউন্ট খুলে কোনো ধরনের মতামত দিলে তার সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। এর কোনো দায়-দায়িত্ব আমার নেই।’

তিনি আরো বলেন, ‘আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোনও ধরনের প্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh