• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

স্বৈরাচারের লোকদের কেউ দলে ভেড়ালে প্রতিরোধ গড়ে তোলা হবে: রিপন

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
স্বৈরাচারের লোকদের কেউ দলে ভেড়ালে প্রতিরোধ গড়ে তোলা হবে: রিপন
ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের লোকদের নিয়ে কোনো রাজনৈতিক দল বা নিজ দলে প্রবেশ করালে সে দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি হুঁশিয়ারি দেন।

আসাদুজ্জামান রিপন বলেন, যাদের নতুন দল বানানোর আকাঙ্ক্ষা আছে, তারা যদি স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে কোনো রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।

তিনি বলেন, দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিলেন আওয়ামী লীগ। তারা ক্ষমতার উৎস হিসেবে দিল্লিকে ধরে নিতেন।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা এবং তার সাঙ্গোপাঙ্গরা বহু মানুষকে হত্যা করেছে। আমরা সেই খুনিদেরকে পুনর্বাসন করতে দিতে পারি না।

শেখ হাসিনার বিচার হতেই হবে জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে— তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনব।

তিনি বলেন, সরকারের কিছু লোকজন বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন। বর্তমানে দেশে যে সংকট চলছে, এর থেকে উত্তরণের উপায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নির্বাচন যত বিলম্ব হচ্ছে, সংকট তত বাড়ছে: মির্জা ফখরুল
সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতির কুশপুত্তলিকা দাহ
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি