• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে: সেলিমা রহমান

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৪
স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে: সেলিমা রহমান
ফাইল ছবি

স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

রোববার (৮ ডিসেম্বর) বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, আমরা আজ স্বাধীন, তাই সবাই ভালো আছি। তবে, স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি। তারা দেশে অবস্থান করে বিভিন্নভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনার আমলে দেশে ভয়ানক দুঃশাসন ছিল। সেই দুঃশাসন থেকে মুক্ত হয়ে আজ আমরা মুক্ত বাতাসে একত্রিত হয়েছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।

বিএনপির এই নেত্রী বলেন, অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে, সেবিষয়ে সবাই সাবধান থাকতে হবে। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত-নিপীড়িত ও জেল খেটেছে। তারা কখনও চাঁদাবাজি করতে পারে না। যারা করছে তাদের ধরিয়ে দিন।

নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, ঘরে ঘরে ও চায়ের দোকানে বিএনপির ৩১ দফা নিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। খুব সহজ ভাষায় বিষয়টি তুলে ধরতে হবে।

তিনি বলেন, দুই গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিয়ে শক্তির প্রদর্শন করলে চলবে না। আপনাদের জনগণের লোক হতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে ষড়যন্ত্রকারীরা আমাদের মাঝে ঢুকে পড়বে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান
আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান
ওষু‌ধের বাই‌রে খা‌লেদা জিয়ার চিকিৎসা নি‌য়ে পর্যা‌লোচনা চলছে: ডা. জাহিদ
আ.লীগকে যারা উপকার করতে গেছে, প্রত্যেকের ক্ষতি হয়েছে: আলাল