• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

আ.লীগকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়া হবে না: হারুন

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩৯
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ দেশদ্রোহী দল। এরা দেশ, গণতন্ত্রের ও মানুষের শত্রু। এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার দেওয়া হবে না। তা না হলে তারা ভারতের কাছে এবার স্থায়ীভাবে দেশকে লিখে দেবে।

যুব সমাজকে আরও বেশি সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসে তাই ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্রের আমাদের দাঁতভাঙা জবাব দেব।

হারুনুর রশীদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে থেকে চক্রান্ত করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর কোনো আক্রমণ হয়নি। তারা স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য, চলাফেরা ও লেখাপড়া করছে। অথচ ভারত থেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব 
সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান
আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা