• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

বিচার বিভাগকে সরকারের কর্তৃত্বমুক্ত করতে হবে: জোনায়েদ সাকি

আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯
বিচার বিভাগকে সরকারের কর্তৃত্বমুক্ত করতে হবে: জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত

দেশের বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা চৌরাস্তায় আয়োজিত গণসংলাপে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। সরকারের কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে আলাদা করতে হবে। বিচার বিভাগ উচ্চ আদালতের অধীন একটি সচিবালয় দ্বারা চলবে। উচ্চ আদালতের বিচারক নিয়োগ সরকারের হাতে থাকলে চলবে না। নিম্ন আদালতের নিয়োগ উচ্চ আদালত দেবে। আমাদের সরকারের মধ্যে জবাবদিহি আনতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহি নাই। দুই টার্ম (মেয়াদ) থাকলেও তো তিনি ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন, তাকে অবশ্যই জবাবদিহি করা উচিত।

জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে এরপর জোনায়েদ সাকি বলেন, আমরা মনে করি, সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষসহ দেশের সব জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করবে।

গণসংহতি আন্দোলনের এ নেতা আরও বলেন, স্থানীয় সরকার মানে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা কিংবা সিটি করপোরেশনে তো কোনো নিয়োগ হচ্ছে না। শেখ হাসিনা তো একটা নিয়োগ বানিয়ে ফেলেছিলেন। মার্কার নির্বাচন এনেছেন। তারপর মার্কার নির্বাচন দিয়ে একটা নিয়োগ বানিয়েছেন। পয়সা নিয়েছে, নিয়োগ দিয়ে নৌকা মার্কা দিয়েছে, আর নৌকা পেলেই জিতে যাবে। এই ছিল তার স্থানীয় সরকার।

গণসংলাপে দেশের বর্তমান পরিস্থিতির উন্নতি, বাংলাদেশ রাষ্ট্রের গতিমুখ, বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের দাম সহনীয় করার দাবিও জানানো হয়। এ ছাড়া পোশাক শ্রমিকসহ অন্যান্য খাতের শ্রমিকদের চাকরির নিরাপত্তা ও সর্বোপরি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানো ও নিজেদের সংগঠনের শক্তি বাড়ানো বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা-শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে: মাহফুজ আলম
ইউনূস সরকারের সমালোচনা করা ব্রিটিশ এমপিদের সেই প্রতিবেদন প্রত্যাহার
গণতন্ত্রের পথে সরকারের প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস মার্কিন দূতের
সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে সালাহউদ্দিন আহমেদের আহ্বান