• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: গোলাম পরওয়ার

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ২২:৩২
ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ইসকন যতই উসকানিমূলক কর্মকাণ্ড করুক না কেন, আমাদের ধৈর্য্য ধারণের মাধ্যমে তার জবাব দিতে হবে। দেশি-বিদেশি ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দিব না। ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া, সাতকানিয়াসহ চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে ফ্যাসিবাদী গোষ্ঠীর দোসররা আমাদের ফাঁদ পেতে আটকাতে চায়।

জামায়াতের সেক্রেটারি বলেন, আমরা ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবিলা করব। আল্লাহর সৌন্দর্য রক্ষা করব। আমাদের রক্ত যাবে, জেল-জুলুম, রিমান্ড, শাহাদাত সবকিছুর বিনিময়ে দ্বীনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করব, ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। কষ্ট যত বড়ই হোক, আমরা ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখাব। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশানুযায়ী আমরা কাজ করব।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ কারও দাদাগিরি একদম পছন্দ করে না: জামায়াত আমির
সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে: জামায়াত আমির
আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না: জামায়াত আমির
শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল: জামায়াত আমির