• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবার জামায়াতসহ কয়েকটি ইসলামি দলের নেতাদের চীন যাত্রা

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৮
জামায়াত
ছবি: সংগৃহীত

বিএনপির পর এবার চীন সরকারের আমন্ত্রণে সাত দিনের সফরে দেশটিতে গেছেন জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিরা।

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টার সময় চীনা বিমান সংস্থার একটি ফ্লাইটে ১৪ সদস্যের প্রতিনিধি দল চীনের উদ্দেশে রওয়ানা দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

এ সফরে আরও রয়েছেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম, মাও. রফিকুল ইসলাম খান, অ্যাড. এহসানুল মাহবুব জোবায়ের ও মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরেফিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কয়েকটি ইসলামি দলের নেতারা এ সফরে যাচ্ছেন। প্রতিনিধি দলের সদস্যরা যাওয়া এবং আসা দুই দিন বাদে মোট ৫ দিন চীনে অবস্থান করবেন। এরপর তারা বাংলাদেশে ফিরবেন।

এর আগে চীন সরকারের আমন্ত্রণে এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। এতে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত চীনা নাগরিকদের সিরিয়া ছাড়ার পরামর্শ
দিল্লিকে ডিঙিয়ে বিআরআই প্রকল্প নিয়ে চীনের সঙ্গে নেপালের চুক্তি
খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শাবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘চীনে উচ্চশিক্ষাবিষয়ক’ সেমিনার