পোস্টার-ব্যানার অপসারণে বিএনপির নির্দেশনা
পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে হয়, স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছেন।
আগামী ৩ দিনের মধ্যে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরটিভি/আরএ-টি
মন্তব্য করুন
রোববার ঢাবিতে ছাত্রদলের কর্মসূচি
তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করবে ঢাবি ছাত্রদল।
রোববার (১০ নভেম্বর) দুপুর ১টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের তিন দফা দাবি
১. বিদেশের মাটিতে ড. আসিফ নজরুলের ওপর বিদেশের মাটিতে হামলা ও হেনস্তা করার অপচেষ্টাকারী বিদেশে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা।
২. বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা।
৩. আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।
উপরোক্ত দাবিসমূহ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করেছে।
আরটিভি/এসএপি-টি
‘হাসিনা জুতা পরার সময় পায়নি, আপনারাও পালানোর সময় পাবেন না’
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা জুতা পরার সময় পাননি, আপনারাও পালিয়ে যাওয়ার সময় পাবেন না।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের আস্ফালন থামেনি। কেউ আওয়ামী লীগের নাম নিলে তার পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের দোসরদের কোনো জায়গা হবে না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে স্থায়ী করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে। আমরা এই সরকারকে স্থিতিশীল করতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন একইসঙ্গে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।
এ সময় গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে নেত্রকোনা-২ আসনে হাসান আল মামুনের নাম প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন।
সমাবেশে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদর সাধারণ সম্পাদক নাদিম হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি রাজু রায়হানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ-টি
তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান নয়, করলেই ব্যবস্থা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে ওইদিন কোনো অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরইমধ্যে সিদ্ধান্তটি নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান উদযাপন হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/আইএম
সাবেক এমপি সিরাজুল ইসলাম গ্রেপ্তার
রাজধানীর আসাদ গেট এলাকা নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সিরাজুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি মো. আলী ইফতেখার হাসান জানান, সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক হত্যা মামলা আছে। তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এসএপি
অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ
বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো প্রসঙ্গে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি এ দুঃখপ্রকাশ করেন।
বিবৃতিতে রিজভী বলেন, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ মর্মে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, ‘আজ গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে’ মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।’
বিবৃতিতে রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।’
আরটিভি/এআর
ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ এই কমিটি ২৪২ সদস্যবিশিষ্ট।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।
এর আগে, এ বছরের ১ মার্চ শাখা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপন পদ পেয়েছিলেন।
এছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন মাসুম বিল্লাহ, সহসভাপতি হিসেবে আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন নূর আলম ভূঁইয়া ইমন।
এদিকে, প্রায় সাড়ে ৮ মাস পর আংশিক এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল আজ। এতে ১৪ জনকে সহসভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক, ৩৯ জনকে সহসাংগঠনিক পদে রাখা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন।
আরটিভি/এএএ
খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের উপদেষ্টার সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান এবং তার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, আমি মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে।
তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম জিয়া। দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা।
এর আগে, দীর্ঘ ১৫ বছর পর গত ৯ নভেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন হুমায়ুন কবীর।
আরটিভি/আইএম/এসএ