সিন্ডিকেটের অপতৎপরতা দেশের সংকটকে ঘনীভূত করে তুলেছে: শায়েখে চরমোনাই
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিভিন্ন সিন্ডিকেটের অপতৎপরতা দেশের সংকটকে ঘনীভূত করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (২৬ অক্টোবর) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪’-এর পুরস্কার বিতরণী ও সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় শায়েখে চরমোনাই সিন্ডিকেট ভাঙতে দ্রুত কার্যকার উদ্যোগ গ্রহণের তাগিদও দিয়েছেন সরকারকে।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নানান সিন্ডিকেটের অপতৎপরতা বাংলাদেশের সংকটকে ঘনীভূত করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শহরগুলোতে তীব্র যানজট, পতিত স্বৈরাচার সরকারের দোসরদের একের পর এক চক্রান্ত বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
অন্তর্বর্তী সরকারসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে সরকারকে দ্রুত কার্যকারী উদ্যোগ নিতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইউসুফ আহমাদ মানসুর, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম খলিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক ফয়জুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক আশিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, মাইমুন ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
আরটিভি/এসএইচএম-টি
মন্তব্য করুন