• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

বিএনপি নেতা মীর নাসির আইসিইউতে

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৫
বিএনপি নেতা মীর নাসির আইসিইউতে
ফাইল ছবি।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর নাসির উদ্দীনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ১ সেপ্টেম্বর মীর নাসির উদ্দীনকে ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, মীর নাসিরের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার গঠন করলে মীর নাসির বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের প্রভাবশালী এই নেতা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত
বিএনপির কারও নামে চাঁদাবাজি-দখলবাজির খবর পেলেই ব্যবস্থা: রিজভী 
আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, ১৩ দিনে প্রাণ গেল ২০ জনের
শেখ হাসিনাকে ১০০ বছর জেল খাটাতে চায় ফারুক