• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন মাওলানা মামুনুল হক

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ২২:১০
সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক জানিয়েছেন, দেশের প্রধান এখন রাষ্ট্রপতি, তাকে সহযোগিতা করবে সেনাবাহিনী।

সোমবার (৫ আগস্ট) বঙ্গভবন থেকে বেরিয়ে রাত সোয়া ৯টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, সংসদ এখনও ভেঙে দেওয়া হয়নি। আজ (সোমবার) রাতে রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে সংসদ ভেঙে দেওয়াসহ সার্বিক বিষয়ে কথা বলবেন।

এর আগে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী। এখন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা প্রেসিডেন্টে মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করছেন।

এদিন রাতে বঙ্গভবনে এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জাতীয় পার্টির পক্ষে জিএম কাদের, মজিবুল হক চুন্নু, আনিসুল হক, শামীম পাটোয়ারী, জামায়াতের পক্ষে ডা. শফিকুর রহমান, শেখ মো. মাসুদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের মামুনুল হক ও মুফতি মনির কাসেমী, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ ফজলুল করিম অংশ নেন।

বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মেজর জেনারেল (অব.) ফজলে রাব্বি, ফিরোজ আহমেদ, আশরাফুল আজম।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধুর পরিবারের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল
রাষ্ট্রপতির সেকেন্ড হোম ইস্যু নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি