• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

দিল্লিতে শেখ হাসিনা, যেতে পারেন লন্ডনে

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৮:৫৩
দিল্লিতে শেখ হাসিনা, যেতে পারেন লন্ডনে
ফাইল ছবি

দেশ ছেড়ে উড়োজাহাজ করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছেন শেখ হাসিনা।

সোমবার (৫ আগস্ট) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।

ইন্ডিয়া টুডে জানায়, নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনা। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানায়, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে, একটি সূত্র জানিয়েছে, ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন শেখ হাসিনা।

এর আগে, এদিন বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। এই খবর ছড়িয়ে পড়লে লাখো মানুষ রাস্তায় নেমে আসা।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বাংলাদেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

এদিকে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়, শেখ হাসিনার কার্যালয়ে আগুন এবং ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসা ভাংচুর করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কোয়াডে না থেকেও বাংলাদেশ-ভারত সিরিজে থাকছেন তামিম
শুল্ক অর্ধেক কমিয়ে পেঁয়াজ রপ্তানির শর্ত থেকে সরে দাঁড়াল ভারত 
ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা
শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: শাহজাহান চৌধুরী