• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৫৭ ধারার অপপ্রয়োগ ঠেকানো জরুরি : ওবায়দুল কদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৭, ১৩:২৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করার চেয়ে এ আইনের অপপ্রয়োগ ঠেকানো জরুরি বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ঢাকার আগারগাঁওয়ে মেট্রো রেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য আইসিটি আইনের ৫৭ ধারা করা হয়েছিল। কিন্তু তুচ্ছ কারণে এর অপপ্রয়োগ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। খুলনায় যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক।

তিনি বলেন, সাংবাদিকরা ৫৭ ধারা বাতিল চেয়ে আন্দোলন করছেন। কিন্তু আমি বলব- আইসিটি আইনের এই ধারাটি বাতিলের চেয়ে এর অপপ্রয়োগ ঠেকানোর বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।