• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সেবা নিশ্চিত করতে না পারলে বিনয়ের সঙ্গে বলার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১৮:২৪
সেবা নিশ্চিত করতে না পারলে বিনয়ের সঙ্গে বলার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কোনো সেবা গ্রহীতাকে সময়মতো কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলেও, তা বিনয়ের সঙ্গে জানিয়ে দিতে হবে। এ সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেবা গ্রহীতার সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সোমবার (২৭ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভা কক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়ে উপমন্ত্রী বলেন, ব্যবস্থাপনা দক্ষতা, পেশাদারিত্ব ও জনগণের চাহিদা পূরণের সক্ষমতা সৃষ্টি না হলে কেবল আধুনিক বড় বড় স্থাপনা তৈরি করে কোনো লাভ হবে না।

অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনের সঙ্গে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বার্ষিক কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করেন। পরে বিভাগ ও দপ্তর পর্যায়ের চারজন কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনস্থ দপ্তর সংস্থার মধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসংস্থান চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভন্ডগ্রাম, চোরমারাসহ ২৪৭ বিদ্যালয় পেলো রুচিশীল নাম
মাল্টিমিডিয়া ক্লাসের তিন মাসের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চাকরির সুযোগ
শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
X
Fresh