• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘রাষ্ট্রের মেরামত করতে রাস্তা বন্ধ করেছি, ক্ষমা করবেন’

আরটিভি নিউজ

  ২৮ মে ২০২২, ১৫:০৬
‘রাষ্ট্রের মেরামত করতে রাস্তা বন্ধ করেছি, ক্ষমা করবেন’
ছবি: সংগৃহীত

বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, হুমকি-হয়রানির প্রতিবাদে ও গুমের শিকার নাগরিকদের ফেরতের দাবিতে শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে করে গণঅধিকার পরিষদ। সমাবেশের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় সড়কের যান চলাচল বন্ধ থাকে, যার ফলে তীব্র যানজট তৈরি হয়েছে।

এ সময় সমাবেশে যানজটে আটকে পড়াদের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, রাষ্ট্রের মেরামত করতে রাস্তা বন্ধ করেছি। এটার জন্য আমাদের ক্ষমা করবেন। আপনাদের স্বার্থেই আমরা রাস্তায় নেমেছি।

তিনি বলেন, আপনারা ভাবছেন দেশের আর্থিক অবস্থা ভালো। বাংলাদেশের অর্থনীতি ফরমালিন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এটার মধ্যে পচন ধরেছে। দেশ যখন দুই বছর পর শ্রীলঙ্কা হবে তখন টের পাওয়া যাবে আওয়ামী লীগের ভেতরেই পচন।

রেজা কিবরিয়া বলেন, জনগণের যে টাকা আওয়ামী লীগ লুট করেছে, আমরা জনগণের সেই টাকা জনগণের কাছে ফেরত দেব। আমরা রাজা হিসেবে নয়, সবসময় জনগণের কাছে থাকব।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির দিনেও রাজধানীতে তীব্র যানজট
বিএসএমএমইউতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
২৫ মার্চ রাজধানীতে সমাবেশ করবে আ.লীগ
রাজধানীতে তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী
X
Fresh