• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুবদলের লাঠি মিছিলে হাতাহাতি

আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ২০:৪৯
যুবদলের লাঠি মিছিলে হাতাহাতি
ছবি : সংগৃহীত

শাহবাগ থানা যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কর্মী সমাবেশ শেষে মিছিলের আগে স্ট্যাম্প ভাগাভাগি নিয়ে এই হাতাহাতি হয়েছে।

শুক্রবার (২৭ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। হাতাহাতি ও ধস্তাধস্তির সময় দুই গ্রুপের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তারপর জাতীয় প্রেসক্লাব থেকে মৎস্যভবন পর্যন্ত একটি ঝটিকা লাঠি মিছিল বের করে। মিছিলে লাঠি হাতে সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকে থানা যুবদলের নেতা-কর্মীরা। এর আগে বিকেল তিনটা পর্যন্ত শাহবাগ থানা যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ শেষে, ঝটিকা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে থেকে হাইকোর্ট হয়ে মৎস্যভবন পর্যন্ত যায় যুব দলের নেতা-কর্মীরা।

কর্মী সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, যুবদল দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম এবং মো. শাহজাহান চৌধুরী।

হাতাহাতির বিষয়ে জানতে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজী হননি।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
শিল্পী সমিতির বনভোজনে হাতাহাতির ঘটনায় মামলা
শিল্পী সমিতির পিকনিকে হাতাহাতির ভিডিও ভাইরাল
সোহান ও ম্যাথিউ ফোর্ডের হাতাহাতি ঘটনার ব্যাখ্যা দিল রংপুর
X
Fresh