• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উন্নয়নের নামে সরকার লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে : রিজভী

স্টাফ রিপোর্টার লালমনিরহাট

  ২৩ মে ২০২২, ২৩:৪১
উন্নয়নের নামে সরকার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, তথাকথিত উন্নয়নের নামে লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে সরকার। বিশেষ করে বাংলাদেশের টিআইবি রিপোর্ট দিয়েছে যে তাদের শাসনকালে ১১ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে বলে জানান রিজভী।

সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ক্রীড়া কমিটির উদ্যোগে লালমনিরহাট সদরের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে,ওরা আন্দোলন করেছিলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য। ষড়যন্ত্রের নির্বাচনে বিএনপি কখনো যাবে না বলে জানান রুহুল কবির রিজভী।

জেলা বিএনপি'র সভাপতি এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন মজনুসহ বিএনপির সহযোগী সংগঠেনের নেতাকর্মীর।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh