• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয় : দুদু

আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ১৪:৩৭
আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয় : দুদু
ফাইল ছবি

‘আন্দোলন ছাড়া সরকারের পতন সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, রাস্তার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।

রোববার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশের চলমান সংকট সমাধান হতে পারে। বর্তমান সরকার দেশে যে ভয়াবহ
পরিস্থিতি সৃষ্টি করেছে, তা একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে মীমাংসা হতে পারে। এর বাইরে আর কোনো পথ নেই।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। কারও এটা ভাবাও ঠিক হবে না। বিএনপি অন্যায়ের সঙ্গে কখনও আপস করে না।

বিএনপির এ নেতা বলেন, এ সরকারের আমলে সব দ্রব্যমূল্য বেড়েছে। খালেদা জিয়ার আমলে তেলের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা লিটার, যা এখন ২০০ টাকা। বাকিগুলো তো আপনারা জানেন। তাই দ্রব্যের দাম কমাতে হলে খালেদা জিয়া সরকার দরকার।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh