• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাদেরকে পাত্তা দিচ্ছেন না ফখরুল

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও, আরটিভি নিউজ

  ২০ মে ২০২২, ১৩:০৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এ জন্য তাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় এসেছে, আগামীতে তারা আবারও একই কায়দায় ক্ষমতায় আসতে চায়। এ জন্য তারা দেশের সংবিধান কেটে ছিড়ে দলীয় সংবিধানে পরিণত করেছে।

তিনি বলেন, দেশ আজ দিন দিন খারাপের দিকে অগ্রসর হচ্ছে। এ থেকে উত্তরণের একটি উপায় আছে, সেটি হচ্ছে সরকারকে পদত্যাগ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি উচ্চগামী, ঊর্ধ্বগামী একটি দল। এটা প্রমাণ করার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন দরকার।

মতবিনিময় সভায় খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি নূরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের 
আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে : ফখরুল
সীমান্তে হতাহতের ঘটনা প্রমাণ করে সার্বভৌমত্ব চরম সংকটে : ফখরুল
X
Fresh