• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস

আরটিভি নিউজ

  ১৭ মে ২০২২, ১৪:০৪
হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস
ছবি : সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৭ মে) ভোরে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই দিন ধরে পেটের অসুখে ভুগছিলেন বিএনপির এই নেতা। আজ অবস্থা অবনতি হওয়ায় ভোরে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন শায়রুল।

এ বিষয়ে মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, গত দুই দিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বারবার বমি হচ্ছিল। আজ অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।

তিনি আরও বলেন, এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ মুখে কোনো খাবার খেতে পারবেন না।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিএনপির কেন্দ্র ও তৃণমূলে 
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
X
Fresh