• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২২, ১৫:২৮
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সয়াবিন ও পেট্রোল সংকটে জনদুর্ভোগ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (১৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

এ সময় বক্তারা বলেন, দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা বলেছিলাম দরিদ্র মানুষদের জন্য গণরেশন চালু করতে। দেশে ৩৫ শতাংশ দারিদ্রের হারের বিপরীতে সরকার রেশন কার্ড দিয়েছে মাত্র ২ শতাংশ মানুষকে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। বিশ্বে তেল ছাড়া কোন জিনিসটির দাম না বাড়লেও বাংলাদশে চাল, রসুন, পেয়াজের দামও বেড়েছে। সরকারের কাছে সিন্ডিকেট আস্কারা পাচ্ছে।

এ সম দ্রব্যমূল্য মানুষের সাধ্যের মধ্যে না আনলে সব জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- দলটির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সদস্য সচিব ফিরোজ কবির, যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ প্রমুখ।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
দ্রব্যমূল্য নিয়ে জনসাধারণের মধ্যে স্বস্তি দেখতে পেয়েছি : বাণিজ্য প্রতিমন্ত্রী
দ্রব্যমূল্যের দাম ঠিক রাখতে সারাবছর পণ্য আমদানির ঘোষণা
‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ পুষ্টিকর খাবার কাটছাঁট করছেন’
X
Fresh