• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য : ফখরুল

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

  ১৩ মে ২০২২, ১৮:২৯
বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য।

তিনি বলেন, দেশে এতো পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে যে, দেশের জনগণের মাথাপিছু প্রায় ৪৭২ ডলারে গিয়ে ঠেকেছে। খুব শিগগিরই মুদ্রাস্ফীতি এতো বাড়বে সেখানে মানুষ বেরিয়ে আসতে বাধ্য হবে।

শুক্রবার (১৩ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর খাগড়াবাড়ি বাসুদেবপুর এলাকায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনি সহিংসতায় নিহত হওয়া ২ যুবদল কর্মীর পরিবারের খোঁজ খবর ও নগদ অর্থ প্রদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সরকারের মদতে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের সিন্ডিকেটই দায়ী।

বাণিজ্যমন্ত্রীসহ দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এই সরকারের পদত্যাগ করা উচিত বলেও জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপরে বিভিন্ন সময় আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও আহত ১০ জন নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন ও নগদ অর্থ প্রদান করেন ফখরুল।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সমাবেশ করার ঘোষণা বিএনপির
‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
X
Fresh