• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এরশাদের স্থলাভিষিক্ত হলেন বিদিশা

আরটিভি নিউজ

  ০৯ মে ২০২২, ২২:৪০
ছবি : সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্থলাভিষিক্ত হলেন তারই সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।

রোববার সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) চেয়ারম্যান করা হয় বিদিশাকে।

জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত মিলাদ অনুষ্ঠানে জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান হিসেবে বিদিশার নাম প্রস্তাব করা হয়েছিল। পরে জোটের সভায় চেয়ারম্যান হিসেবে বিদিশাকে মনোনীত করা হয়।

হুসেইন মুহম্মদ এরশাদের উদ্যোগে গঠিত হয় সম্মিলিত জাতীয় জোট। তিনি এ জোটের চেয়ারম্যান ছিলেন। এরশাদের মৃত্যুর পর পদটি শূন্য হয়।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
X
Fresh