• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রান্নাঘর থেকে আন্দোলন চায় এবি পার্টি

আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ২৩:৫০
ছবি : সংগৃহীত

ভোজ্য তেল সয়াবিনের দাম লিটারে ৩৮ টাকা বাড়ায় জনগণকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে সরকার। ভোজ্য তেল সয়াবিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রান্নাঘর থেকেই আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এবি পার্টির প্রতিবাদ সভায় এই আহ্বান জানায় দলের নেতারা।

দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব আনোয়ার সাদাতের পরিচালনায় আরো বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্য, পোশাক ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণকে কষ্ট দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি এবং পারবেও না। জনগণের বিরুদ্ধে আপনারা (সরকার) অবস্থান করবেন না। জনগণের কাতারে আপনাদেরও একদিন আসতে হবে।

বক্তারা আরও বলেন, যখন করোনা মহামারি অর্থনৈতিকভাবে মানুষকে পঙ্গু করে দিয়েছে। ঠিক সে সময় মানুষের মাথায় চাপ এসেছে খাদ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির। রান্নাঘরের কাছ থেকে আন্দোলনের সূচনা করতে হবে। জনবিচ্ছিন্ন এই সরকারকে বুঝিয়ে দিতে হবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কতটা ভয়াবহ হতে পারে।

তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রাজপথে আসার আহ্বান জানায় নেতারা।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
বাড়ল সয়াবিন তেলের দাম
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
ইসরায়েলে হামলার পর কমেছে তেলের দাম
X
Fresh