• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘মাদরাসায় ব্যয় বছরে ৪ হাজার কোটি’

আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ২২:৩৪
ছবি : সংগৃহীত

প্রতিবছর মাদরাসা শিক্ষার জন্য তিন হাজার ৮৪০ কোটি টাকা ব্যয় করছে সরকার। জাতিসংঘের অন্যতম ভাষা আরবি। তেলাওয়াতের পাশাপাশি আমাদেরকে ভাষাও শিখতে হবে বলে তাগিদ দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৭ মে) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরে এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার গভর্নিং বডির সভাপতি, নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ অনেকে।

বর্তমান সরকার মাদরাসা শিক্ষার ব্যাপারে খুব আন্তরিক মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী বলেন, বর্তমানে শুধু কাগজে সনদ অর্জন করে চাকরি পাওয়া যাবে না। এ জন্য শিক্ষার্থীদের বাংলা-ইংরেজির পাশাপাশি আরবি ভাষা ও কম্পিউটারের ওপর দক্ষতা অর্জন করতে হবে। আরবি ভাষায় দক্ষতা অর্জন করা গেলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
আলিম পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
X
Fresh