আরটিভি নিউজ
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৪:৩২
করোনামুক্ত জি এম কাদের

করোনামুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এমপি।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের আরটিপিসিআর- এ নমুনা দিলে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গেল ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তখন তার ফলাফল পজিটিভ আসে।
যদিও শুরু থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান স্বাভাবিক ছিলেন। করোনার নেতিবাচক কোনো উপসর্গ ছিল না তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করেছেন। প্রয়োজনীয় সব পরীক্ষার ফলাফল ভালো এসেছে তার।
আরএ/টিআই
মন্তব্য করুন