• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন নিষেধাজ্ঞায় পড়া কর্মকর্তারা দেশপ্রেমিক, সংসদে বাবলা

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২২, ১৪:০০
মার্কিন নিষেধাজ্ঞায় পড়া কর্মকর্তারা দেশপ্রেমিক, সংসদে বাবলা
ফাইল ছবি

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর যে ৭ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তারা সবাই দক্ষ ও দেশপ্রেমিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় নিষেধাজ্ঞা নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাবলা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে। তবে আমি বলব না আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য ধোয়া তুলসি পাতা। কিন্তু যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তাদেরকে আমরা অত্যন্ত দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে জানি। যুক্তরাষ্ট্র কেন এই নিষেধাজ্ঞা দিল তা নিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র সরকার আমাদের যেসব দেশপ্রেমিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রত্যাহার করে নেবে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
ঈদ ঘিরে সক্রিয় অপরাধী চক্র, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
X
Fresh