• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে বিজয়ী আ.লীগের প্রার্থী শুভ

কামাল হোসেন, টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি ২০২২, ২০:৪৭
টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে জয় পেলেন আ.লীগের প্রার্থী শুভ
ফাইল ছবি

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির লাঙল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

রোববার (১৬ জানুয়ারি) রাতে এ উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে পান ১ হাজার ৪৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী ডাব প্রতীকে ৪৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু মোটরগাড়ি প্রতীকে পান ২ হাজার ৪৩৬ ভোট।

এ আসনের নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৬ দশমিক ৬৩ ভাগ ভোট কাস্ট হয়েছে। ভোট পড়ে ১ লাখ ২৪ হাজার ৭৫১টি।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh