• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মেট্রোরেল-ফ্লাইওভার কি চিবিয়ে খাব : রিজভী

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১৪:৫৮
মেট্রোরেল-ফ্লাইওভার কি চিবিয়ে খাবো: রিজভী
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেখানে পিওন পদের চাকরির জন্য অসংখ্য এমএ পাস আবেদন করেছেন সেখানে মেট্রোরেল, ফ্লাইওভার কি চিবিয়ে খাবো?

রোববার (৯ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, পত্রিকায় দেখলাম সাত-আটটা পিওন পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে কয়েক হাজার আবেদন করা হয়েছে। তার মধ্যে অসংখ্য এমএ পাস আছে। এটাই হলো শেখ হাসিনার উন্নয়ন। মেট্রোরেল, ফ্লাইওভার কি আমরা চিবিয়ে খাবো?

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গত পরশুদিন প্রধানমন্ত্রী বলেছেন, ২০২২ সাল হবে উন্নয়নের মাইলফলক। আমি বলতে চাই এই উন্নয়নের ধারায় দেশ ও জনগণ আরও কত প্রতারিত হবে? আর কত নিস্ব হবে?

তিনি আরও বলেন, আপনি (প্রধানমন্ত্রী) জানেন আজ যে সন্তানটি জন্মলাভ করছে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে সে জন্মলাভ করছে। আর আপনি উন্নয়নের কথা বলেন। এটা যে ঋণের মাইলফলক হবে, বন্দুকযুদ্ধের মাইলফলক হবে, গুমের মাইলফলক হবে এটা অনলাইন অ্যাক্টিভিস্টদের কতজন গুমের শিকার হবে তা বলা মুশকিল।

রিজভী বলেন, আমরা এমন এক সমাজে বাস করি যখন ডানে-বামে সবসময় তাকাতে হয় কেউ আমাকে অনুসরণ করছে কি না। এক প্রচণ্ড ভয় এবং শঙ্কার মধ্যে আমাদের দিন-রাত অতিবাহিত হয়।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, নেবে একাধিক লোকবল
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
X
Fresh