• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‌বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে : ফখরুল

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ২১:৩৫
‌বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে : ফখরুল
ফাইল ছবি

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বর্তমান সরকারের সব অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন গ্রাম থেকে শহরে ঐক্যবদ্ধ হচ্ছে। সরকারের ক্ষমতা টালমাটাল বলেই তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে তাতে কোনো কাজ হবে না। তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র হিসেবে। বিরোধী দলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছা ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জুলুম-নির্যাতনের এক বিপজ্জনক পরিবেশে বিএনপিসহ বিরোধী দলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে। শাসকগোষ্ঠীর হিংস্র দানবেরা রক্তের নেশায় সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে।

এসময় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান ফখরুল।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
X
Fresh