• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘খালেদা জিয়ার হাতে কতদিন সময় আছে, জানি না’

আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ১৪:২৪
‘খালেদা জিয়ার হাতে কতদিন সময় আছে, আমি জানি না’
ফাইল ছবি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রীর হাতে কতদিন সময় আছে, আমি জানি না। দু-তিন দিন তার সঙ্গে দেখা করেছি, তিনি হাতের ইশারায় কথা বলেছেন। তার অবস্থা ভালো না।

সোমবার (৬ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলন দুর্বার হয়ে উঠেছে। সরকার তা সহ্য করতে পারছে না। আর এ কারণে ‘ইস্যু অন্যদিকে ঘুরিয়ে দিতে, দৃষ্টি অন্যদিকে সরাতে’ জিয়াউর রহমানের পরিবার নিয়ে কথা বলছে।

তিনি বলেন, তারা আমাদের দৃষ্টিটাকে, মুখের কথাবার্তাকে অন্যদিকে সরিয়ে দিতে চায়। আমাদের দৃষ্টি একটাই দেশনেত্রীর সুচিকিৎসা, দেশনেত্রীর মুক্তি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বিএনপির এই নেতা বলেন, সরকার চায় বিএনপির ওপর অত্যাচার করতে হবে, বিএনপিকে ধ্বংস করতে হবে। সুতরাং, তারা মনে করে, একমাত্র খালেদা জিয়াকে ধ্বংস করতে পারলেই বিএনপি ধ্বংস হবে। জিয়ার পরিবার নিয়ে, খালেদা জিয়ার পরিবারের একটি শিশু বাচ্চাকে নিয়ে কথা বলছে এই সরকারের মন্ত্রীরা।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
X
Fresh