• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইনমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২১, ১৪:৩৪
আইনমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন
ফাইল ছবি

খালেদা জিয়া ইস্যুতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কীভাবে পেন্ডিং মামলায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া যায়? তিনি (আইনমন্ত্রী) কি জানেন না রাষ্ট্রপতির কাছে ক্ষমা হলে সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত রায় হতে হয়?

শনিবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, খালেদা জিয়া লড়তে জানেন, ভাঙতে পারেন কিন্তু দেশ, জনগণ ও গণতন্ত্রের প্রশ্নে আপস করতে জানেন না। মাথানত করার জন্য খালেদা জিয়ার জন্ম হয়নি।

তিনি বলেন, এখানে যারা আছেন তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা, আপনারা গণতন্ত্র মুক্ত করবেন। গণতন্ত্র মুক্ত করা মানে ‘গণতন্ত্রের মাতা’ বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি খালেদা জিয়ার হাতে গণতন্ত্র তুলে দিতে পারি তাহলে তিনিই সবচেয়ে বেশি খুশি হবেন।

তিনি বলেন, আমরা একটা আজব দেশে বাস করছি। যেখানে চিকিৎসার দাবিতেও আন্দোলন করতে হয়। সবাইকে আহ্বান জানাবো, এ আন্দোলনই যেন সরকার পতন আন্দোলন হয়।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh