• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ব্যারিকেড ভেঙে ডিসির কাছে বিএনপির স্মারকলিপি

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২১, ১৭:১৫
ব্যারিকেড ভেঙে ডিসির কাছে বিএনপি’র স্মারকলিপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন বগুড়া বিএনপির নেতাকর্মীরা। পরে তারা ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে তারা সেখান থেকে বের হন জেলা প্রশাসক কার্যালয়ের দিকে। তবে কিছু দূর যাওয়ার পর বগুড়া আইন কলেজের সামনে পুলিশের কাঁটাতারের ব্যারিকেডের মুখে পড়েন কয়েকশ’ নেতাকর্মীরা। পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলে এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিনিট পাঁচেকের মধ্যে দলের সিনিয়র নেতারা পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে এগোতে থাকলে মুহূর্তেই কয়েকশ’ নেতাকর্মী মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যান।

কয়েক দফা বাধার পর জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাসহ ৪/৫ জন নেতা স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় কয়েকশ নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন।

এরআগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা আলী আজগর হেনা, খায়রুল বাশারসহ ছাত্রদল ও যুবদলের নেতারা বক্তব্য রাখেন।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh