• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে সম্ভব’

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ২১:৪১
খালেদা, জিয়ার, উন্নত, চিকিৎসা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিতে, সম্ভব,
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে সম্ভব বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে চিকিৎসকরা খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। কিন্তু এখানে তার চিকিৎসা সম্ভব নয়। কালবিলম্ব না করে অবিলম্বে বিদেশে পাঠানো দরকার। তাঁর মেডিকেল বোর্ড স্পষ্ট করে বলেছে যে, ম্যাডামকে অ্যাডভান্স চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিতে পাঠাতে হবে। অতিদ্রুত তাঁকে বিদেশে পাঠানো জরুরি।

বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের (খালেদা) মনোবল অনেক শক্ত আছে। তার মনোবলের কারণেই চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

চিকিৎসকদের সর্বশেষ তথ্যের বরাতে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আগের মতোই অবস্থা, ভালো কিছু হয়নি।

অবিলম্বে খালেদা জিয়াকে কালবিলম্ব না করে বিদেশে পাঠানো দরকার বলেও জানান বিএনপির এই নেতা।

এনএইচ/ এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
X
Fresh