• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৯৯.৯৯ শতাংশ জনগণ খালেদার মুক্তি ও সুচিকিৎসা চায় : গয়েশ্বর

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৬:৩৬
৯৯.৯৯, শতাংশ, জনগণ, খালেদার, মুক্তি, সুচিকিৎসা, চায়, গয়েশ্বর,
ছবি: সংগৃহীত

গোপন জরিপ করলে দেখা যাবে, এ দেশের ৯৯.৯৯ শতাংশ জনগণ এ মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা চায় বলে দাবি করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমাদের আবেগের জায়গাগুলো এক, লক্ষ্য অর্জনের উদ্দেশ্য এক। সবার উদ্দেশ্য একটাই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।

তিনি বলেন, এই বেআইনি সরকারের আইন ফলো করার দরকার নাই। তারপরও বলছি, খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনকে গতিশীল করা। যখন আঘাত করা দরকার তখন আঘাত করে সরকার পতন ঘটাব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট আহসানুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
X
Fresh