• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ১৩:৫৯
ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা
ছবি: সংগৃহীত

রাজধানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠেছে।

আজ সোমবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানান, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ শেষে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা ইসলামী হাসপাতালের সামনে আসলে পুলিশ বাধা দিলে তারাই চলে যায়। এ সময় কোনো আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সহসভাপতি পার্থ দেব মণ্ডল ও মাজেদুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বাধায় পণ্ড গণতন্ত্র মঞ্চের কর্মসূচি
X
Fresh