• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ১৫:৪৫
খালেদা জিয়াকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা
ফাইল ছবি

বিদেশে যেতে না দেওয়ার কারণে উন্নত চিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (২১ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন।

রুমিন ফারহানা বলেন, সরকার খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা পুরোপুরি মিথ্যা অপব্যাখ্যা।

বিএনপির এই নেত্রী বলেন, বলা হচ্ছে, খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে। তিনি এখন সিসিইউতে। তার পক্ষে কীভাবে জেলে গিয়ে আবেদন করা সম্ভব?’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
পিটার হাসকে নিয়ে বিএনপির বোধোদয় 
X
Fresh