• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়, এর সব দায়দায়িত্ব সরকারের’

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৭:৩৭
‘খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়, এর সব দায়দায়িত্ব সরকারের’
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়, এর সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে আজ শনিবার প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেত্রী। রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখ, দাঁত ও গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছেন তিনি। তার রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে, অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে। উপমহাদেশের জনপ্রিয় এই নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ এখন নোংরা রাজনীতি করছে। আমরা সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি, অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক। তার যদি কিছু হয়ে যায়, এর সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
যেভাবে কাটছে খালেদা জিয়ার ঈদ
যেখানে ঈদ করবেন খালেদা জিয়া
X
Fresh