• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হারুনের ওয়াকআউটের পর বিএনপির রুমিন ফারহানা যা বললেন

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২১, ২২:২৩
হারুনের ওয়াকআউটের পর বিএনপির রুমিন ফারহানা যা বললেন
ফাইল ছবি

এই সংসদে অনির্বাচিত সদস্যরা রয়েছেন,এমন মন্তব্য করে জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন বিএনপি দলীয় সাংসদ হারুনুর রশীদ। সরকারি দলের সাংসদদের তীব্র প্রতিবাদের মুখে একপর্যায়ে তিনি তাঁর এই বক্তব্য প্রত্যাহার করে নেন। তবে বক্তব্য প্রত্যাহার করতে বলার প্রতিবাদে সংসদ থেকে তিনি ‘ওয়াকআউট’ করেন। তবে দলটির আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদেই ছিলেন।

পরে পয়েন্ট অব অর্ডারের বক্তব্যে এ প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ওয়াকআউট করে সংসদটাকে খালি করে ফেললে বোধহয় সরকারি দলের সদস্যদের সুবিধা হতো। তবে এত বেশি সুবিধা আমরা দেব না।’

রুমিন ফারহানা বলেন, ‘দেশে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি। গেল ৯ বছরের দেশে সংখ্যালঘুদের ওপর তিন হাজার ৯৭০টি হামলা হয়েছে। সরকারি দলের কিছু সংসদ সদস্য প্রায়ই বলছেন হিন্দুরা দেশত্যাগ করছে, এজন্য তারা রাষ্ট্রধর্ম ইসলামকে দায়ী করছেন। অথচ সংবিধানে সব ধর্মের সমান অধিকারের কথা বলা আছে। রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি অন্য ধর্মের সমান অধিকার দেওয়া আছে। একটি রিপোর্টে বলা হয়েছে, দেশে সংখ্যালঘু কমে যাওয়ার অন্যতম কারণ দেশ ছেড়ে চলে যাওয়া। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে যখন সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে, তখন কেন সংখ্যালঘু নির্যাতন হয়। যে সরকার ক্ষমতায় আছে তারা দাবি করে-তারা ছাড়া আর কেউ সংখ্যালঘুদের সুরক্ষা দেয় না। তাহলে তাদের সময় কেন এটা হচ্ছে, কেন এ ধরনের রিপোর্ট আসছে। বাস্তবতা হলো সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, অথচ একটি ঘটনারও বিচার হয়নি।’

তিনি বলেন, ‘নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার সঙ্গে জড়িত তিনজনকে আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদে মনোনয়ন দিয়েছিল। পত্র-পত্রিকায় সমালোচনা ওঠার পর বাদ দেওয়া হয়। কিন্তু কেন মনোনয়ন দেওয়া হলো, এতেই সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়।’

রুমিন ফারহানা বলেন, ‘কুমিল্লায় মূর্তির পাশে কুরআন শরিফ রাখার ঘটনার পর পুলিশের ওসির সামনে ফেসবুক লাইভ দেওয়া হয়। অথচ ওসি বাধা দেয়নি। চাঁদপুর, রংপুরে হামলার ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের নাম এসেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, সংখ্যালঘুদের ওপর এসব হামলার সময় প্রশাসন নিষ্ক্রিয় ছিল।’

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাতেই
বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
X
Fresh