• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় কর্মসূচি দেওয়া যাচ্ছে না : রাঙ্গা

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২১, ২২:৩৮
প্রধানমন্ত্রী, দেশের, বাইরে, তাই, কর্মসূচি, দেওয়া, যাচ্ছে, না, রাঙ্গা,  
ফাইল ছবি

প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে কোনো কর্মসূচি দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাঙ্গা বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন পরিবহন সংগঠন ও মালিক সমিতির নেতারা আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য চাপ দিচ্ছেন। যেহেতু প্রধানমন্ত্রী দেশের বাইরে তাই কোনো কর্মসূচি দেওয়া যাচ্ছে না। তবে অঘোষিতভাবে কিছু সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে।

ইতোমধ্যে মালিক সমিতির পক্ষ থেকে কেরোসিন ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ ও এর সমাধানে জানতে তিনটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক, সহসভাপতি আবদুল মান্নানসহ মালিক সমিতি নেতারা উপস্থিত ছিলেন।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
X
Fresh