• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘লন্ডনে বসে সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনা হয়েছে’

স্টাফ রিপোর্টর, রাজশাহী

  ২৬ অক্টোবর ২০২১, ২০:৪৪
‘লন্ডনে বসে সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনা হয়েছে’

লন্ডনে বসে সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউজে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, “সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি কারা করে এই দেশে? সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি-জামায়াত, ধর্মান্ধ-উগ্রবাদীরা। বাংলাদেশের কোনও সম্প্রদায়ের লোক অপরের ধর্মগ্রন্থ অবমাননা করার মানসিকতা পোষণ করে না।”

তথ্যমন্ত্রী বলেন, “লন্ডনে বসে সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনা হয়েছে। যারা এই সাম্প্রদায়িক সহিংসতার মদদ দিয়েছে তাদের বের করে শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর।”

ক্লিনফিডের বিষয়ে তিনি বলেন, “ক্লিনফিড আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের আকাশ অবশ্যই উন্মুক্ত। কিন্তু আমাদের দেশের আইন মেনে উন্মুক্ত আকাশের সুবিধা বিদেশি চ্যানেলকে নিতে হবে।”

এ সময় আগামী নির্বাচনের আগেই রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু করার আশ্বাস দেন তিনি। এর আগে তিনি রাজশাহীর বিটিভির উপ-কেন্দ্র পরিদর্শন করেন।

সংরক্ষিত মহিলা আসনের এমপি আন্জুম আরা মিতা, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh