• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ফের করোনায় আক্রান্ত

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১১:১১
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ফের করোনায় আক্রান্ত
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান (ফাইল ছবি)

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, গলাব্যাথা ও সর্দি অনুভব করার পর করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। করোনার রিপোর্ট পজিটিভ আসে। আমার অন্য কোনো শারীরিক সমস্যা নেই।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে বিএনপির ধারাবাহিক বৈঠক শুরু। প্রথম দিনই ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক রয়েছে। অনেক আশা করেছিলাম এই বৈঠকে থাকব। কিন্তু, করোনা হওয়ার কারণে যেতে পারব না।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক এ এইচ এম নোমান পৃথক বিবৃতিতে মো. শাহজাহানের দ্রুত রোগমুক্তি কামনা করে সবার দোয়া চেয়েছেন।

এর আগে, ২০২০ সালের নভেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও তার স্ত্রী বেগম রহিমা শাহজাহান।

মো. শাহজাহান নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য।
নই/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোনো দল চিরস্থায়ী থাকে না : সংসদে শাহজাহান ওমর
শাহজাহানপুরে গ্যাস লিকেজ থেকে একই বাড়িতে দুই দফা আগুন, দগ্ধ ৭
করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন
একুশে পদক পাচ্ছেন চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশ
X
Fresh