• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাসপাতালে গিয়ে টিকা নিলেন খালেদা জিয়া 

আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ১৬:০১
টিকা নিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন।

সোমবার (১৯ জুলাই) বেলা ৩টা ৪৫ মিনিটে তিনি হাসপাতালে গিয়ে পৌঁছান। এরপর খালেদা জিয়া গাড়িতে থাকা অবস্থা তাকে মর্ডানার টিকা দেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। টিকা গ্রহণের পর খালেদা জিয়া দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

টিকা গ্রহণের সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হন।

এর আগে করোনার টিকা নিতে গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন খালেদা জিয়া। গতকাল রোববার তার ফোনে টিকার নেওয়ার এসএমএস আসে। সে অনুযায়ী আজ বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে মহাখালীর শেখ রাসেল হাসপাতালে যান খালেদা জিয়া।

উল্লেখ্য, শুরু থেকেই বিএনপির নেতারা সরকারের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বাসায় বসে টিকা দেওয়ার আবেদন জানিয়েছে আসছিল। কিন্তু সরকার তাদের সেই আবেদনে সারা না দেওয়ায় খালেদা জিয়াকে টিকাদান কেন্দ্রে নিতে হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
বাড়ছে সাজা স্থগিতের মেয়াদ, বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া
X
Fresh