• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সজাগ না থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : কাদের

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২১, ১৫:৪৮
'সজাগ না থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ভারত তৃতীয় তরঙ্গের প্রস্তুতি নিচ্ছে, আমরা সজাগ না থাকলে আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৮ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রীর সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ও পশুর হাটে যাওয়া ভয়ঙ্কর অবস্থা। এতে ঈদযাত্রা অন্তিমযাত্রায় পরিণত হতে পারে। স্বাস্থ্যবিধি না মেনে ঈদযাত্রা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় কোন কোন হাসপাতালে বেড, আইসিইউ ও অক্সিজেন নেই সেদিকে নজর দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

এসময় মাস্ক পরার ক্ষেত্রে সিটি করপোরেশনকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এমআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
ঘণ্টা না পেরোতেই শেষ ১৪ হাজার টিকিট
X
Fresh