• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিমান্ড শেষে কারাগারে হেফাজত নেতা

আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ২১:২৩
আজহারুল ইসলাম

হেফাজত নেতা ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২১জুন) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে হেফাজত নেতা আজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ডেমরা জোনাল টিমের উপ-পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ জুন আজহারুল ইসলামের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

২৬ মার্চ স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে দেশজুড়ে ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। তাণ্ডব থামাতে পুলিশের চালানো গুলিতে চারজন নিহত হন।

এই সংঘর্ষের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আজাহারকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৫ জুন ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

দেশজুড়ে হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় সংগঠনটির তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজাহার, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ প্রায় শ’ খানেক নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এসব ঘটনা নিয়ে নানামুখী বিতর্কের মুখে পড়ে হেফাজত। একপর্যায়ে গত ২৫ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দেন সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী।

এমএন

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মামুনুল হক
ঈদের আগে মামুনুল হককে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি
৮ টাকার ঘুমের ইনজেকশন দিয়ে ৬০০ টাকার পেথিড্রিন
মামুনুল হকের মুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা জানালেন
X
Fresh