• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তিন সংসদীয় আসনের উপনির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ১৮:৫৪
ফাইল ছবি

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ১৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে বিএনপি এই উপনির্বাচনে অংশগ্রহণ করছে না।

তিন আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ মঙ্গলবার (১৫ জুন)।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ কংগ্রেস ও বিএনএফ ৮ প্রার্থী এবং স্বতন্ত্রপ্রার্থী ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে মনিরুজ্জামান ও রুহুল আমীন মনোয়ন জমা দেন।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র ফাহমিদা হোসেন, আলহাজ শফি আহমেদ চৌধুরী ও শেখ জাহিদুর রহমান মাসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান ও জাতীয় পার্টির মো. জসিম উদ্দিন।

তিনটি শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন রোববার
X
Fresh