• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সময়মতো আন্দোলনের ডাক দেব: ফখরুল

আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ১৯:০৫
সময়মতো, আন্দোলনের, ডাক, দেব:, ফখরুল, rtv online
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের বিরুদ্ধে সময়মতো বিএনপি আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেকেই বিএনপিকে আন্দোলনের কথা বলেন। এখনো আন্দোলনের ডাক দেওয়ার সময় আসেনি। সময় হলেই ডাক আসবে। বিএনপির আন্দোলন করেছে ২০১৪ সালে, ২০১৮ সালে। জনগণ সারা দেশ বন্ধ করে দিয়েছিল।

তিনি বলেন, ছাত্র-যুবকরা মাঠে না নামলে আন্দোলনের সফলতা আসবে না। ছাত্র শ্রমিক যুবক তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণঅভ্যুত্থান হবে। তরুণদের ছাড়া গণঅভ্যুত্থান হবে না।

ফখরুল বলেন, এই সরকার জনগণের সবচেয়ে ক্ষতি করেছে। ডিসি-এসপিরা বক্তব্য দেয় সরকার তারা বানিয়েছে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিবাচন হবে না। কোনো দেশ তা করে দিয়ে যাবে না। তা করবে বিএনপি এবং তার অঙ্গসংগঠন। ২০১৮ সালের নির্বাচনে গিয়ে ভুল করিনি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ : নাছিম
X
Fresh