• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাবুনগরীপন্থী নতুন কমিটির ঘোষণা নিয়ে আনাস মাদানী যা বললেন

আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ২০:৩৪
হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর সংগঠনটির আমির নির্বাচন নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়। টানাপোড়েনের মধ্যে সংগঠনটির আমির হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরী নির্বাচিত হলেও শফিপন্থিরা তা মেনে নেয়নি। ফলে সমর্থকদের বিভেদ দেখা দেয়।

এই বিভক্তির মধ্যেই স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দেশব্যাপী জ্বালাও-পোড়াও আন্দোলন করেন। মোদিকে কেন্দ্র করে জ্বালাও-পোড়াও ও ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় দলটির শীর্ষ নেতাদের একে একে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী গত ২৫ এপ্রিল সংগঠনটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কওমিভিত্তিক সংগঠনটির বিভেদের কোনো সমাধান না এলেও ফের সোমবার (০৭ জুন) রাজধানীর খিলগাঁও চৌরাস্তা মাখজানুল উলুম মাদরাসা কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছেন বাবুনগরীপন্থীরা।

হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণার বিষয়ে সোমবার আনাস মাদানী সংবাদমাধ্যমকে বলেন, উনারা কমিটি ঘোষণা করুক। এরপর আমাদের বক্তব্য আমরা দেবো।

হেফাজতে ইসলামের শফীপন্থী হিসেবে পরিচিত মাওলানা মঈনুদ্দিন রুহী বলেন, হেফাজতে ইসলামের নামে তারা যে কমিটি ঘোষণা করতে যাচ্ছেন, সেটিকে গত ২ জুন আমরা সংবাদ সম্মেলনে পকেট কমিটি বলেছি। এটাই এখনও আমাদের বক্তব্য।

তিনি দাবি করেন, উনাদের (বাবুনগরীপন্থী) কমিটি মানেনি এবং মানছে না এমন অনেকেই আছে। তাদের ৫ সদস্যদের আহ্বায়ক কমিটি অনেকেই মানেনি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
X
Fresh